ছেলে শিশুদের একটি সাধারণ অসুখের নাম ক্রিপঅর্কিডিজম - যে অসুখের উপসর্গ হচ্ছে অণ্ডকোষ যথাস্থানে না থাকা, বা খুঁজে না পাওয়া যাওয়া।
একটি ছেলে শিশু জন্মের পর তার অণ্ডথলিতে অণ্ডকোষ আছে কী নেই সেটা অনেকেই বুঝতে পারেন না।
শিশু মায়ের গর্ভে থাকা অবস্থায় তার অণ্ডকোষ থাকে শিশুটির শরীরের নীচের অংশে কিডনির নিচে।
ভূমিষ্ঠ হওয়ার আগে আগে সেটা প্রাকৃতিক নিয়মে অণ্ডথলিতে এসে আস্তে আস্তে প্রতিস্থাপিত হয়।
কিন্তু কোন কারণে যদি এটা অণ্ডথলিতে এসে প্রতিস্থাপিত না হয়ে শরীরের অন্য কোন অংশে রয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে ক্রিপঅর্কিডিজম বলা হয়।
মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে শিশুদের অণ্ডথলি তাই পূর্ণাঙ্গভাবে পরীক্ষা নিরীক্ষা করার দিকে বিশেষভাবে জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।