রাজধানীর বাজারে বেড়েছে চিনির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা প্রতি কেজি খোলা চিনির দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা। আর প্যাকেটজাত চিনিতে বেড়েছে পাঁচ টাকা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বছরের অন্য সময়ের চেয়ে রমজান মাসে চিনির চাহিদা বেশি থাকে। ঈদ ঘিরে চাহিদা আরেকটু বাড়ে। অন্যদিকে, এবার বিশ্ববাজারে চিনির দামও বাড়তি। যে কারণে দাম একটু বেশি রাখা হচ্ছে দেশের মিল পর্যায়ে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে মিলাররা বলছেন, চিনির দাম বাড়াননি তারা।
রোববার রাজধানীর কয়েকটি পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পরিশোধিত বা সাদা প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৩ টাকায়, যা গত সপ্তাহে পাওয়া যেত ৭৭ থেকে ৭৮ টাকায়। প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। এক সপ্তাহ আগে একই চিনির দাম ছিল সর্বোচ্চ ৮৫ টাকা। এ ছাড়া দেশীয় লাল খোলা চিনির কেজি ৯৫ এবং প্যাকেটজাত চিনির কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই চিনির দামে কোনো পরিবর্তন হয়নি।