আগের আসরের আইপিএলও থমকে দিতে হয়েছিল টুর্নামেন্টের মাঝপথে। এবার তাই এক শহরেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কিন্তু তাতেও ঠেকানো গেল না করোনা। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটার।
ওই দলে খেলা বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানসহ বাকিদের তাই নেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে। আজ ও আগামীকাল তাদের রুমে রুমে গিয়ে করোনা পরীক্ষা করা হবে।