ইফতারে চিকেন পরোটা রোল

সমকাল প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৩:০৯

ইফতারে প্রতিদিন একইরকম খাবার খেতে খেতে অনেক সময় একঘেয়েমি লাগে।  সেক্ষেত্রে স্বাদ বদলাতে ইফতারে চিকেন পরোটা রোল বানাতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি বানানোও সহজ।


পরোটার জন্য:
আটা বা ময়দা  ২ কাপ
টক দই          ২-৩ কাপ
তেল              পরিমাণমতো
লবণ             এক চা চামচ
একটি ডিম    (  ইচ্ছে হলে)
বেকিং পাউডার   আধা চা চামচ
পরোটা বানানোর জন্য  তেল


মুরগির জন্য:
বোনলেস চিকেন ছোট করে কাটা ৩-৪ কাপ
ঘন দই                                      ২-৩ কাপ
রসুন ,আদা পেস্ট                    ২ টেবিল চামচ
লাল ফুড কালার                      ১ টেবিল চামচ
সয়া সস                                   ১ টেবিল চামচ
ভিনিগার                                  ১ টেবিল চামচ
তেল                                        ২ টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া                       ২ চা চামচ
চিনি                                        ১ চা চামচ
কালো মরিচের গুঁড়া                ১চা চামচ
হলুদ গুঁড়া                              ১ চা চামচ
সরিষার গুঁড়ো                         ১ টেবিল চামচ
জিরা ও ধনিয়া গুঁড়া                ১ চামচ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us