হিসাব করে দেখলে একটা বাসায় নিত্যপ্রয়োজনীয় ব্যাগের সংখ্যা নেহাত কম নয়। স্কুলব্যাগ, অফিসের ব্যাগ, বাজারের ব্যাগ—এমন আরও অনেক ব্যাগই প্রায় প্রতিদিন ব্যবহার করতে হয় আমাদের। আর এই ব্যাগগুলো গুছিয়ে রাখাটাও কম ঝামেলার বিষয় নয়। সে জন্যই ব্যাগ ও সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র সহজে গুছিয়ে রাখার মতো কিছু আসবাবের খবর জেনে নিন।
একের ভেতর সব
ব্যাগ ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র সব একসঙ্গে গুছিয়ে রাখতে চাইলে বানিয়ে নিতে পারেন বড়সড় একখানা স্টোরেজ শেলফ। ছবির মতো এমন নকশার শেলফ হলে এর ওপরের তাকগুলোতে এঁটে যাবে আপনার চাবি বা সানগ্লাস। হুকগুলোতে ঝোলালেন আপনার ব্যাগপত্র বা স্কার্ফ কিংবা চাদর। আর নিচের স্টোরেজে রাখতে পারেন আপনার জুতাগুলো। এতে কাজ সহজ হবে অনেক।