ফেসবুকের মেটাভার্স কোন পথে

প্রথম আলো প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ২৩:২৪

‘মেটাভার্স’ শব্দটির সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়েছে। এটি মূলত ভার্চ্যুয়াল দুনিয়া। এটি এমন ত্রিমাত্রিক ভার্চ্যুয়াল দুনিয়া, যেখানে অনেক মানুষ একসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হতে পারেন। প্রত্যেকের ত্রিমাত্রিক আভাটার বা অবতারের মাধ্যমে ভার্চ্যুয়াল দুনিয়ায় পারস্পরিক যোগাযোগ হয়ে থাকে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকসহ তাঁর প্রতিষ্ঠানের অন্যান্য সেবার ভবিষ্যৎ হলো এই মেটাভার্স। তাই তিনি ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম বদলে রেখেছেন ‘মেটা’। ধারণা করা হচ্ছিল, নাম পরিবর্তন করে দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি। কিন্তু মেটা এখন বেশ কিছু বাধার মধ্যে পড়েছে। ইয়াহু নিউজের এক বিশ্লেষণে উঠে এসেছে সে তথ্য।


মেটার ঝকঝকে ভবিষ্যতের পথে বড় ধাক্কা দেন প্রতিষ্ঠানটির সাবেক পণ্য ব্যবস্থাপক ফ্রান্সিস হাউগেন। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি বিদ্বেষ বার্তা (হেইট স্পিচ) ছড়ানোর প্রভাব থেকে মুনাফা করে থাকে। গত বছরের অক্টোবরে ফেসবুকের চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি অভিযোগ করেন, ফেসবুক নিঃসন্দেহে ঘৃণাকে আরও তীব্র করে তোলে। সেই সঙ্গে কোম্পানিটির নিরাপত্তা দলে লোকবল রয়েছে অপর্যাপ্ত। নিরাপত্তার খাতিরে সামান্য মুনাফাও ছাড় দিতে রাজি নয় ফেসবুক।
ফ্রান্সিস হাউগেন আরও সতর্ক করেছিলেন, বিশ্বজুড়ে একাধিক ভাষায় করা বিভিন্ন পোস্ট নিয়ন্ত্রণ করতে পারে না ফেসবুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us