বঙ্গোপসাগরে জাহাজডুবি; নিখোঁজ ১৩ ক্রু উদ্ধার

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ২০:১৬

বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে সজল তন্ময়-২ নামে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ওই জাহাজে থাকা নিখোঁজ ১৩ ক্রুকে পরে উদ্ধার করা হয়েছে।


চট্টগ্রাম থেকে প্রায় ৯০০ টন কয়লা নিয়ে ঢাকার মিরপুরে যাওয়ার পথে চট্টগ্রাম ঢাকা নৌ রুটের নিউ চ্যানেল-৮ পয়েন্টে সাগরের জোয়ারের প্রবল ধাক্কায় শনিবার সকালে জাহাজটি উল্টে যায়। এ সময় ১২ জনকে বিভিন্ন পণ্যবাহী জাহাজের লোকজন উদ্ধার করে।


একজন ভাসতে ভাসতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের কাছে গিয়ে ওঠেন। দুপুরে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের খোরশেদ আলম ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মকর্তা মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


ভাসানচর কোস্ট গার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন জানান, 'সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কখন এই জাহাজডুবি হয়েছে এ ব্যাপারে কেউ সঠিক তথ্য জানাতে পারেনি। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us