কৃষ্ণসাগরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রুশ যুদ্ধজাহাজ ডুবির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে কিয়েভে বিস্ফোরণের পাশাপাশি ইউক্রেজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কৃষ্ণসাগরে অগ্নিকাণ্ডের পর রুশ যুদ্ধজাহাজ মসকোভা ডুবে যাওয়ার পর ইউক্রেনে হামলা আরও তীব্র হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে যুদ্ধ জোরদার করার জন্য রাজধানী কিয়েভের আশেপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে কিয়েভ এলাকায় ফের হামলা শুরু করেছে রুশ সেনারা।