মহামারি করোনাভাইরাসের দুই বছরের ধাক্কা সামলে আবার জমে উঠেছে বিপণিবিতান। রোজা ও ঈদুল ফিতর ঘিরে হাঁক পাড়ছেন দোকানিরা। আর মার্কেট থেকে মার্কেটে ঘুরে প্রয়োজনীয় কেনাকাটা সারছেন ক্রেতারা।
মহামারি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার মধ্যে বিক্রেতারা আশা করছেন ক্ষতি পুষিয়ে ওঠার মতো ব্যবসা। তবে রোজার দশদিনেও প্রত্যাশা মাফিক বেচাকেনা জমেনি বলে ভাষ্য তাদের।
রাজধানীর এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব, ধানমণ্ডি, শ্যামলী ও মিরপুরের একাধিক মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতা সমাগম বেড়েছে। তবে মহামারিকালের আগের অভিজ্ঞতা বলছে, অন্যবার রোজার মাঝামাঝি সময়ে এসে যে পরিমাণ ক্রেতা সমাগম হতো তা এবার এখনো হয়নি।
শ্যামলী স্কয়ারে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসা আবু তাহের জানান, তিনি দুই ছেলে মেয়ে ও স্ত্রীর জন্য নতুন পোশাক কিনবেন। তবে আগে একাধিক পোশাক কিনে দিলেও এবার তিনি তা পারছেন না।