বিরোধীদের দমনে শতাধিক গ্রাম পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনারা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১৫:৩০

মিয়ানমারের সেনাবাহিনী বিরোধীদের দমনে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শতাধিক গ্রাম হয় সম্পূর্ণ না হয় আংশিক ‍পুড়িয়ে দিয়েছে।


আন্দোলনকারী গোষ্ঠী ডাটা ফর মিয়ানমারের সংগ্রহ করা গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন বলছে, গত বছরের সামরিক অভ্যুত্থানের বিরোধীতাকারীদের দমনে পুড়িয়ে দেওয়া এসব গ্রামের সাড়ে পাঁচ হাজারেও বেশি বেসামরিক ভবন ধ্বংস হয়ে গেছে। 


মিয়ানমারের মধ্যাঞ্চলীয় নদী তীরবর্তী শান্ত বৌদ্ধ গ্রাম বিনের কেবল একটি সোনালি প্যাগোডা বাদে আশপাশের প্রায় সব ইট-কাঠের ঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপ আর ছাইয়ে। যে সাড়ে ৫ হাজারের বেশি বেসামরিক ভবন পুড়েছে বিনের এই ঘরগুলোও তার মধ্যে আছে।


যুক্তরাষ্ট্রের কোম্পানি প্ল্যানেট ল্যাবস ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার দেওয়া কয়েক ডজন উপগ্রহের ছবিতেও মিয়ানমারের কেন্দ্রস্থলে একাধিক গ্রামে ব্যাপক অগ্নিসংযোগের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি উপগ্রহের মাধ্যমে পাওয়া ওই ছবিগুলো যাচাই করে দেখেছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us