কাঁচাবাদাম ও পুষ্পার দখলে দেশের বৃহত্তম কাপড়ের হাট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১৪:৫৪

মাথার টুপি থেকে পকেটের রুমাল সবই পাওয়া যায় এক বাজারে। দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট নরসিংদীর বাবুর হাট। ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের এই হাট। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হাটের অলিগলি। দম ফেলার যেন ফুরসত নেই কারও। সাশ্রয়ী দামে মানসম্মত কাপড় পাওয়ায় পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতারাও হাটে ভিড় জমাচ্ছেন। ক্রেতা সামগম বাড়ায় তৃপ্তির ঢেকুর দোকানিদেরও। এবার বাজার কাঁচাবাদাম ও পুষ্পার দখলে।


এই থ্রি-পিসের চাহিদা সবচেয়ে বেশি। জানা যায়, কাপড়ের জন্য নরসিংদীর বাবুরহাটের খ্যাতি দেশজুড়ে। আর সেই কাপড়ের জন্য সারাদেশ থেকে ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন এখানে। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন রঙ আর ডিজাইনের তৈরি শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, বেডশিট, পর্দা, গামছাসহ নানা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন হাটের প্রায় ৫ হাজার দোকানি। পাইকারি ক্রেতাদের পদচারণায় মুখর এখন হাটের অলিগলি। ক্রেতা চাহিদা মাথায় রেখে ঈদ উপলক্ষে বাহারি রঙ ও নিত্য নতুন ডিজাইনের থ্রি-পিছ, শাড়ি ও লুঙ্গি তৈরি করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us