১০ এপ্রিল ফ্রান্সে অনুষ্ঠিত হলো প্রথম ধাপের ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের দ্বাদশ প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম ধাপে দেশটির প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী ছিলেন মোট ১২ জন। সব প্রার্থীকে পেছনে ফেলে ২৭ দশমিক শূন্য ৮ শতাংশ ভোট পেয়ে প্রথম ধাপে এগিয়ে আছেন ‘এগিয়ে চলো’ আন্দোলনের নেতা মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল মাখোঁ। তিনি ভোট পেয়েছেন প্রায় ৯৮ লাখ।
দ্বিতীয় স্থানে রয়েছেন কট্টর ডানপন্থী দল ‘জাতীয় জমায়েত’-এর নেত্রী মারিন লো পেন। তিনি ভোট পেয়েছেন ২৩ দশমিক শূন্য ১ শতাংশ, অর্থাৎ ৮১ লাখ ভোটের কিছু বেশি। এদিকে প্রথম ধাপের নির্বাচনী দৌড়ে তৃতীয় প্রার্থী হলেন কট্টর বামপন্থী দল ‘জাগ্রত বা বিদ্রোহী ফ্রান্স’ দলের প্রেসিডেন্ট প্রার্থী জঁ লুক মেলনশোঁ। তিনি পেয়েছেন ২২ শতাংশ ভোট। জঁ লুক মেলনশোঁ বিপুল ভোট পেলেও, যেহেতু তিনি তৃতীয় স্থানে রয়েছেন, তাই নয়জন প্রার্থীর মতো তিনি এবারকার নির্বাচন থেকে বিদায় নিচ্ছেন। তবে বিদায় নেওয়ার আগে দ্বিতীয় পর্বের নির্বাচনে তিনি তাঁর ভোটারদের সরাসরি মাখোঁকে ভোট দিতে নির্দেশ না দিয়ে বলেছেন, যেন তাদের ‘একটি ভোটও মারিন লো পেনের পক্ষে না যায়’। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথাটি তাঁর ভোটারদের উদ্দেশে চারবার বলেছেন।