You have reached your daily news limit

Please log in to continue


প্রথম ডিজিটাল জনশুমারি শুরু ১৫ জুন

দেশে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে।

আজ বুধবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিবিএস এবার দিয়ে ষষ্ঠবারের মতো জনশুমারি পরিচালনা করছে। দেশব্যাপী জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের (জিআইএস) সহযোগিতায় ডিজিটাল ম্যাপিং সিস্টেম ব্যবহার করে কর্তৃপক্ষ কম্পিউটারের সহায়তায় ব্যক্তিগত সাক্ষাত্কার (CAPI) সিস্টেমের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে।

এ বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক ডাকটিকেট উন্মোচন করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রায় ৩.৭০ লাখ সংখ্যক তথ্যসংগ্রহকারী সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করবেন। কর্তৃপক্ষ মোবাইল ব্যবহারকারীদের কাছে এসএমএসসহ ডিজিটাল এবং ম্যানুয়ালি পদ্ধতি ব্যবহার করে প্রচারণা চালাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন