Aparajito: সত্যজিতের আঁকা ‘অপরাজিত’-র পোস্টারে, আকর্ষণীয় করতে স্কেচ ব্যবহার করেছি: অনীক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২০:২২

প্রচার পুরোদমে শুরু। সব ঠিক থাকলে মে মাসে আসতে চলেছে বহু প্রতীক্ষিত অনীক দত্তের ‘অপরাজিত’। ১১ এপ্রিল থেকে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের পাতায় একের পর এক চমক। ১২ এপ্রিল, মঙ্গলবার প্রকাশ্যে ছবির পোস্টার। একই সঙ্গে বদলে গিয়েছে কভার ফটোও।


সেখানে কাশবন, অপু-দুর্গা আর দূর থেকে ছুটে আসা রেলগাড়ি। সাদা-কালো পোস্টারে সত্যজিৎ-রূপী জিতু কমল, ক্যামেরা। নেপথ্যে হাতে আঁকা অপু-দুর্গা আর ছুটন্ত রেলগাড়ি। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনী নিয়ে অনীকের ছবি। তাই কি পোস্টারে সব উপাদানের সহাবস্থান? আনন্দবাজার অনলাইন জানতে চেয়েছিল পরিচালকের কাছে। অনীকের জবাব, ‘‘বরাবরই নিজের ছবির প্রতিটি কাজ নিজে হাতে করতে ভালবাসি। পোস্টার থেকে প্রচার সব কিছুই। এটাও তার ব্যতিক্রম নয়। আনুভূমিক আকৃতির এই পোস্টারের স্রষ্টা আমি আর নীলাদ্রি দে। আমার ভাবনাকেই কম্পিউটারে সাজিয়ে দিয়েছেন নীলাদ্রি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us