দেশজুড়ে শনিবার সকাল থেকে যে আষাঢ়ী বৃষ্টি ঝরছে তার প্রবণতা রোববার থেকে বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, "কাল থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ভারতের) মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল- এসব এলাকাতেও বৃষ্টি বাড়তে থাকবে।"
বৃষ্টির প্রবণতা ৩/৪ জুলাই পর্যন্ত থাকতে পারে বলে জানান তিনি।