You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়া কতটা সম্পদশালী? কেন্দ্রীয় ব্যাংক বলছে ইউয়ান ও সোনার মজুদ যথেষ্ট

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ডলার ও অন্যান্য মুদ্রার রিজার্ভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও রাশিয়ার কাছে যথেষ্ট পরিমাণে ইউয়ান এবং স্বর্ণের মজুদ রয়েছে। সোমবার (১১ এপ্রিল) রুশ পার্লামেন্টে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউল্লিনা। 

গত কয়েক বছর ধরেই মার্কিন মুদ্রার প্রভাব কমানোর চেষ্টা চালিয়ে আসছিল রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। সেই প্রচেষ্টার ফলস্বরূপ চলতি বছরের ১ জানুয়ারি অনুযায়ী, রাশিয়ার ব্যাংক রিজার্ভে ডলারের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১০.৯ শতাংশ, যা এক বছর আগেও ছিল ২১.২ শতাংশ। এদিকে, গতবছর রিজার্ভে ইউরোর পরিমাণ ২৯.২ শতাংশ থাকলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৯ শতাংশে। 

রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গেলো বছরের তুলনায় ইউয়ানের মজুদ ১২.৮ শতাংশ থেকে ১৭.১ শতাংশ বেড়েছে। তবে, স্বর্ণের মজুদ সামান্য কমে ২১.৫ শতাংশে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন