টানা বৃষ্টি আর ঢলের কারণে কুড়িগ্রাম জেলায় নদ-নদীর পানি বাড়ছে; ফলে আগাম বন্যার শঙ্কার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এরই মধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষতি হয়েছে। তাতে বিপাকে পড়েছেন কৃষকরা।
সোমবার জেলার রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মোফাখারুল ইসলাম বলেন, “দুই সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে কুড়িগ্রামে সাড়ে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
“আগামী ১৫-১৬ এপ্রিল পর্যন্ত মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে একটি ছোট বন্যার আশঙ্কা রয়েছে।”