নোবেল গান দিয়ে আলোচনায় এসেছিলেন কিন্তু নিজেকে জিইয়ে রেখেছিলেন সমালোচনা দিয়ে। দুই বাংলার শীর্ষ সঙ্গীতজ্ঞরা নোবেলকে যেমন মেধাবী আখ্যা দিয়েছিলেন তেমনই অনেকেই বেয়াদবও বলেছেন। এসবের মাঝেই নোবেল উধাও হয়ে যান, মাঝেমধ্যে ফেরেন, সোশ্যাল সাইটে। জন্ম দেন নতুন বিতর্কের।
এবার একটি বিড়ালকে নিজের সন্তান হিসেবে নেটিজেনদের নিকট পরিচয় করিয়ে দিয়ে আলোচনা, সমালোচনার কবলে রয়েছেন।
রবিবার নিজের ফেসবুকে একটি বিড়ালের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন- ‘বাপ, বেটা, পদ্মা সেতু আর এত এত চুম্বন। ’
ছবির পেছনে আবছায়া ভাবে দৃশ্যমান পদ্মাসেতু। মূলত মাওয়া বেড়াতে গিয়েই এই ছবি তুলেছেন নোবেল। আর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠে গেছে।
ইউসুফ নামের একজন মন্তব্য করেছেন, আমি পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার। এরা সকলেই মানসিক রোগী এবং এরা সবাই এখন পলাতক রয়েছে।