শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করছে। তারা শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীরা বলছে, রাজাপাকসে বা তার পরিবারের কেউ দেশের বর্তমান এই তীব্র অর্থনৈতিক সঙ্কটক মোকাবিলা করতে পারবে না।
শনিবার (৯ এপ্রিল) কলম্বোর ওয়াটারফ্রন্টের গলে ফেস গ্রিনে ছাত্র, শিক্ষক, আইনজীবী, অভিনেতা ও স্থপতিদের অনেকেই প্রথমবারের মতো এই প্রতিবাদে শামিল হন। বিক্ষোভ চলাকালীন তারা প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে প্রেসিডেন্ট গোতাবায়াকে উন্মাদ গোতা (গোতাবায়ার ডাকনাম) ও গো হোম গোতা (বাড়ি ফিরে যাও গোতা) বলে স্লোগান দিচ্ছিলেন। সমাবেশে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পতাকা নাড়ছিল। তাদের সিংহলি ও ইংরেজি ভাষায় লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা গেছে।