পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন চলছে। তবে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি ইফতারের বিরতি শেষে রাত ৮টার পর শুরু হতে পারে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জিও টিভি।
জিও টিভি আরও জানায়, ইচ্ছে করেই অধিবেশন বিলম্বিত করা হচ্ছে। অধিবেশনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের মন্ত্রীরা বক্তব্য দীর্ঘ করার চেষ্টা করছেন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় এই অধিবেশন শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশটির জাতীয় সংগীত এবং সুরা ফাতিহা পাঠ করা হয়।
অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ এবং পরে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী।