জাতির উদ্দেশ্য সন্ধ্যায় ভাষণ দেবেন ইমরান

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ১৫:৩৮

পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব খারিজ ও প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান।


গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের মতো অনাস্থা প্রস্তাব খারিজ মামলার শুনানি করে। পরে রায়ে পার্লামেন্ট পুনবর্হালের আদেশ দিয়ে শনিবার ফের অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। তার আদেশে একমত প্রকাশ করেন বাকি চার বিচারপতি।


বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- ইজাজুল আহসান, মাজহার আলম মিয়াঁখেল, মুনিব আখতার ও জামাল খান মান্দোখাইল।


রায়ের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ইমরান খান লেখেন,‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের সঙ্গেও বসবো। সন্ধ্যায় (শুক্রবার সন্ধ্যা) আমি জাতির উদ্দেশে ভাষণ দেবো। সবসময় দেশবাসীর পাশে আছি। পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us