যুদ্ধ থামাতে চাইলে ম্যার্কেলকে মস্কোয় পাঠান

প্রথম আলো ক্যাটি মার্টন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৯:৪৯

আতঙ্কিত বিশ্ব ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাপিয়ে দেওয়া নৃশংস যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজছে। কেউই যখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ক্রেমলিনের বিপজ্জনক স্বৈরশাসক পুতিনের কাছে যেতে পারছেন না, সে মুহূর্তে তাঁর কাছে এখন একজনই যেতে পারেন। তিনি হলেন আঙ্গেলা ম্যার্কেল, যিনি অল্প কয়েক দিন আগেও জার্মানির চ্যান্সেলর ছিলেন। টানা ১৬ বছর জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালন করার সময় ২০১৪ সালে ইউক্রেন দখল করার চেষ্টা থেকে বিরত রাখাসহ পুতিনকে কিছুটা ভালো আচরণ প্রদর্শনের অবস্থায় রাখতে পেরেছিলেন তিনি।


ম্যার্কেলের অনন্য কিছু গুণ আছে। বিশ্বের অন্য যেকোনো নেতার চেয়ে তাঁর সঙ্গে পুতিনের হৃদ্যতাপূর্ণ ওঠাবসা ছিল। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা অন্য কোনো বিশ্বনেতার মধ্যে দেখা যায় না। ম্যার্কেল যখন দায়িত্বে ছিলেন, তখন আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন বিশ্ব যে সংকটের মুখে পড়েছে, সেখান থেকে উদ্ধার করার ক্ষেত্রে তিনিই বড় ভূমিকা রাখতে পারেন। সে কারণে তাঁকে অবসরজীবন থেকে বেরিয়ে আসতে রাজি করানো উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us