You have reached your daily news limit

Please log in to continue


সন্তান অতিরিক্ত চঞ্চল? বাগে আনতে মেনে চলুন ৫ টিপস

Parenting Tips নিয়ে এখন আলোচনা করব আমরা। বাচ্চার সাধারণ দুষ্টুমি সামাল দিতে দিতেই নাজেহাল হয়ে যান সকলে। তার ওপর সন্তান যদি হাইপার অ্যাক্টিভ (Hyperactive Kids) অর্থাত্‍ চঞ্চল হয়, তা হলে প্রতিদিন ছোটখাটো ঝড় মোকাবিলার মতো সময় কাটবে অভিভাবকদের।

হাইপার অ্যাক্টিভ বা অতিরিক্ত চঞ্চল শিশুদের মস্তিষ্ক সব সময় স্থির থাকে না। কোনও একটি স্থানে কয়েক মিনিটের চেয়ে বেশি টিকতে পারে না এরা। আবার আপনার দেখতে দেখতেই এমন কাণ্ড ঘটিয়ে বসবে, যা আপনার পক্ষে আটকানো মুশকিল। মুহূর্তের মধ্যে দুষ্টুমি করে পগারপার হয়ে যায় এরা। এহেন ছোট্ট দস্যুকে সামলাতে নাজেহাল হয়ে যান বাবা মা ও পরিবারের অন্য সদস্যরা। তবে এদের বাগে আনা কঠিন হলেও অসম্ভব নয়। কী ভাবে এদের দুষ্টুমির রাশ টানবেন, জেনে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন