ইউক্রেন বলেছে, দেশটির হোস্টোমেল শহর থেকে চার শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। শহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা এবং ইরপিনে রুশ আক্রমণের সময় আক্রান্ত হয়েছিল।
তারাস দুমেঙ্কো নামে স্থানীয় এক কর্মকর্তা বলেন, হোস্টোমেলের বেশিরভাগ বাসিন্দার মরদেহ পার্শ্ববর্তী গ্রাম এবং বুচা শহর পাওয়া গেছে। বুধবার ইউক্রেনীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
ওই কর্মকর্তা বলেন, রাশিয়ানরা নিশ্চয় ওই সব ব্যক্তিদের অপহরণ করে অন্যত্র নিয়ে গিয়েছিল এবং অনেককে গুলি করে হত্যা করেছে।