কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ব্যবহৃত কাভার্ডভ্যানটিকেও উদ্ধার করা হয়।
বুধবার সকালে র্যাব কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা জানায়, জেলার নাঙ্গলকোট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বপূর্ব দোয়ারা (কোদালিয়া) এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভেতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।