You have reached your daily news limit

Please log in to continue


প্রায় সাড়ে ৩ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশ একজন ডার্ক ওয়েব বিক্রেতার কাছ থেকে প্রায় ৩.৪ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ২৯৫ কোটি টাকার সমান। 

ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করার বড় ঘটনাগুলোর মধ্যে এটাকে অন্যতম বলে মনে করা হচ্ছে। অবৈধ পণ্য বিক্রি করে এবং অর্থ পাচারের জন্য ক্রিপ্টো সম্পদের অপব্যবহার করে লাখো ডলার আয় করছিলেন তিনি। টাম্বলার এবং অবৈধ ডার্ক ওয়েব ফান্ড ট্রান্সমিটার ব্যবহার করে অপকর্ম করছিলেন তিনি।

টাম্বলার একাধিক ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে একত্রিত করে এবং একটি নির্দিষ্ট ওয়ালেটে তা জমা করে। কোথা থেকে এই ওয়ালেটে ক্রিপ্টো আসছে তার উৎস খুঁজে বের করা কঠিন।

মার্কিন বিচার বিভাগ বলেছে কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থার যৌথ প্রচেষ্টায় এই পদক্ষেপ নেওয়া গেছে। তবে এই ডার্ক ওয়েব বিক্রেতার পরিচয় জানা যায়নি। তাকে গ্রেপ্তারের বিষয়ে বাড়তি কোনো তথ্যও পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এইচবিও, নেটফ্লিক্স এবং উবার ব্যবহারকারীদের তথ্য বিক্রি করছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন