কোনো ইস্যু না পেয়ে মিথ্যাচার করছে বিএনপি: কাদের

প্রথম আলো প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ২০:৪৯

সরকারের ওপর দায় চাপিয়ে বিএনপি নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না বিএনপি। এ জন্য কিছু একটা বলতে হবে বলেই মিথ্যার আশ্রয় নিচ্ছেন দলটির নেতারা।


ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। করোনা মহামারিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় প্রতিদিনই নিজ বাসভবনে বসে একা ব্রিফিং করছেন। সেখান থেকে বিটিভির ক্যামেরায় তা ধারণ করে পরে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। দেখা গেছে, এসব ব্রিফিংয়ে বিএনপি ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের সমালোচনা ও তাঁদের দেওয়া বক্তব্যের জবাবই বেশি এসেছে। কাদেরের আজকের ব্রিফিংয়ে বিএনপিরই সমালোচনা করা হয়েছে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us