রাজপুত্র উপাধি বর্জনের ঘোষণা দিয়েছেন জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেইন। তিনি বলেছেন, দেশের প্রতিষ্ঠানগুলোর আধুনিক পদ্ধতির সঙ্গে তাঁর ব্যক্তিগত ধ্যানধারণার সংগতি নেই। গত রোববার টুইটার পোস্টে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।
প্রিন্স হামজা জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেইনের চতুর্থ ছেলে এবং বর্তমান বাদশাহ আবদুল্লাহর সৎভাই। দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অসংগতি ও হয়রানির অভিযোগ তোলার পর গত বছর থেকে গৃহবন্দী রাখা হয় হামজাকে।