আর্থারের নয়টি বউ, সংসার যেন হাট, একটি হঠাৎ চলে গেল, রইল বাকি আট

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৬:৪৪

ব্রাজিলের বিখ্যাত মডেল আর্থার ও আরসো। তাঁর খ্যাতির কারণ কেবল মডেলিং নয়, তাঁর বহুগামিতা। একসঙ্গে ৯ জন স্ত্রীকে নিয়ে সংসার পেতেছেন তিনি। তাতেও মনে শান্তি নেই। ৯-এর জায়গায় ১০ নারীর সঙ্গে ঘর করার শখ তাঁর। সে শখ জলদিই পূরণ করার পণ করেছেন তিনি। কিন্তু তাঁরই মধ্যে নতুন সমস্যা। এক স্ত্রী আগাথা স্বামীর বহুগামিতায় বিরক্ত হয়ে গিয়ে বিচ্ছেদের দাবি করেছেন।


একগামী জীবনে ফিরতে চাইছেন তিনি। আর তাতেই হতবাক স্বামী আর্থার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। কিন্তু সব থেকে যে বিষয়টি তাঁকে অবাক করেছে, তা হল তাঁর স্ত্রীর যুক্তি।আর্থারের কথায়, ‘‘আমার অন্যান্য স্ত্রীও খুব অবাক। তাঁরা তো বলছে, আগাথা মোটেই ভালবেসে বিয়ে করেনি। নতুন কিছুকে দেখার ও নতুন জীবন যাপনের আশায় বিয়ে করেছিল। এটা ঠিক করছে না আগাথা।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us