বিবিয়ানায় কূপে সমস্যা দেখা দেওয়ায় যে গ্যাস সঙ্কট চলছে, তা কাটতে আরও অন্তত এক দিন সময় লাগছে।
দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রটিতে ৬টি কূপে সমস্যা দেখা দেওয়ায় রোববার সারাদেশে গ্যাস সঙ্কট দেখা দেয়। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনেও লাগে ধাক্কা। ফলে রোজার প্রথম দিন জনজীবনে ভোগান্তি বাড়ে।
সোমবার সারাদিনও একই অবস্থা চলার পর রাতে যোগাযোগ করা হলে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান আশা প্রকাশ করেন, মঙ্গলবার রাতেই সঙ্কট কেটে যাবে।
গ্যাসের এই ‘সাময়িক’ সঙ্কটের কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও পেট্রোবাংলার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।