ঋণ বিতরণে অনিয়ম: ইবিএলকে ‘শাস্তি’ দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১৫:২০

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন ক‌রে ঋণ বিতরণ করায় বেসরকারি ইস্টার্ন ব্যাংককে (ইবিএল) ‘শাস্তি’ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কা‌ছে চিঠি পাঠিয়েছে। জানা গেছে, আইনি সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় বাংলাদেশ ব্যাংক  ইস্টার্ন ব্যাংককে শাস্তি হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

নিয়ম অনুযায়ী, এক‌টি ব্যাংক তার মূলধনের শতকরা ২৫ ভাগ অর্থ একজন গ্রাহক‌কে ঋণ হিসেবে দি‌তে পা‌রে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা লঙ্ঘন ক‌রে ইবিএল তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজকে ঋণ দিয়েছে। এ বিষ‌য়ে বাংলা‌দেশ ব্যাংকের অনাপ‌ত্তিও নেয়‌নি। তাই ব্যাংক‌টি‌কে আইন অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।


চিঠিতে আগামী ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলা হয়েছে। য‌দি নির্ধারিত সম‌য়ে এ জ‌রিমানার অর্থ না দেয় তাহ‌লে বাংলা‌দেশ ব্যাংকের ম‌তি‌ঝিল অফিসে ব্যাংকটির র‌ক্ষিত হিসাব থেকে এ অর্থ কেটে নেওয়া হবে বলে জানা‌নো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us