গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান দুই স্কুলছাত্রীর মা সাবিনা ইয়াসমিন। স্কুলে পৌঁছে না দিয়ে মা চলে গেলেন না-ফেরার দেশে। এমনই করে প্রতিদিন সড়কপথে চলে মৃত্যুর মিছিল, আর নিজের জীবন নিয়ে থাকতে হয় আতঙ্কে।
গত ২৮ মার্চ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি 'বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২১' প্রকাশ করে। এখানে দেখানো হয় সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনার ৯১ শতাংশই ঘটছে সড়কে; মহাসড়কে ঘটছে মোট দুর্ঘটনার প্রায় ৭১ শতাংশ। এ থেকে সহজেই বুঝা যায় সড়ক পরিস্থিতি কতটা বিপর্যস্ত। বিভিন্ন প্রতিবেদনে এসেছে, সড়কে দুর্ঘটনার যে মড়ক চলছে তার পেছনে প্রধান কারণ চালকের বেপরোয়া গতি, চালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা, সড়কের নিম্নমান, পরিবহন সংকট ও প্রশাসনিক দুর্নীতি।