You have reached your daily news limit

Please log in to continue


বাড়ল এলপি গ্যাসের দর ১২ কেজি ১৪৩৯ টাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আরও বাড়ল এলপি গ্যাসের দর। ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৪৩৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অটোগ্যাসের মূল্য লিটার প্রতি ৬৭.০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। অন্যদের মধ্যে অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব খলিলুর রহমান খান। নতুন দর সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সব ধরনের জ্বালানির দাম বেড়ে গেছে। এলপি গ্যাস সাম্প্রতিক বছরগুলোর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এপ্রিল মাসে (সৌদি আরামকো) যথাক্রমে প্রতি টন প্রোপেন ৯৪০, বিউটেন ৯৬০ ডলারে বিক্রি হচ্ছে। ২০১৪ সালের পর আর কখনও এতো বেশি দরে বেচাকেনা হয়নি রান্নার কাজে বহুল ব্যবহৃত জ্বালানি পণ্যটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন