অনেক কারণে রোজা ভঙ্গ হতে পারে। আসুন জেনে নেই যেসব কারণে রোজা ভাঙে:
(১) কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতর পানি প্রবেশ করলে।
(২) প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্যকিছু শরীরে প্রবেশ করালে।
(৩) রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে।
(৪) রাত অবশিষ্ট আছে মনে করে সুবহে সাদেকের পর পানাহার করলে।
(৫) ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে।
(৬) মুখ ভরে বমি করলে।
(৭) সহবাস করলে। এক্ষেত্রে স্ত্রীর শুধু কাজা করতে হবে এবং স্বামীর কাজা-কাফফারা দু’টোই করতে হবে।
(৮) ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে।