ইউক্রেনের বুচার শহরে রাস্তায় রাস্তায় মরদেহ, গণকবরে ৩০০ জনের দাফন

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ১১:৪৩

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে একটি গণকবরে প্রায় ৩০০ জনকে সমাহিত করা হয়েছে বলে দাবি করেছেন শহরের মেয়র আনাতোলি ফেডোরুক। বর্তমানে রুশ হামলায় সেখানকার রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে বলেও তিনি জানান।


বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার বুচা শহরের মেয়র এসব দাবি করেছেন।


এক ফোনালাপে এএফপিকে মেয়র বলেন,‘বুচায় আমরা ৩০০ জনকে গণকবরে দাফন করেছি। ব্যাপকভাবে ধ্বংস হওয়া শহরের রাস্তাগুলো মরদেহে ছেয়ে গেছে।‘


তিনি আরও বলেন,‘নিহত এই সকল মানুষকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে নারী-পুরুষ এবং ১৪ বছরের একটি কিশোরও রয়েছে।’


ফেদেরুক বলেন, শহরের রাস্তায় এমন কিছু গাড়ি পড়ে আছে, যার ভেতরে মৃতদেহ আছে। তাদের অনেককে সপরিবার হত্যা করা হয়েছে। কেউ কেউ বুচানকা নদী পার হয়ে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার চেষ্টার সময় হত্যার শিকার হয়।


তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ঠিক কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us