আমাদের উপাচার্যরা: শ্রদ্ধায় ও লজ্জায়

আজকের পত্রিকা আবু তাহের খান প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৫:১২

জাতীয় সংসদের চলতি অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে গত ২৯ মার্চ জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক বলেছেন, ‘আগে উপাচার্যদের কথা শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসত। এখন তাঁদের দুর্নীতির খবর শুনে লজ্জায় মাথা নত হয়ে আসে।’


তাঁর এই বক্তব্য বস্তুত দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চলমান দুরবস্থারই বহিঃপ্রকাশ। এই অভিযোগ শিক্ষামন্ত্রীও সংসদে প্রদত্ত তাঁর জবাবে অস্বীকার করেননি বা করতে পারেননি। তবে এ বিষয়ে যুক্তি দাঁড় করাতে গিয়ে তিনি যা বলেছেন তা আরও এক দফা বিভ্রান্তির সৃষ্টি করেছে, যা বরেণ্য শিক্ষাবিদদের মর্যাদা ও অবস্থানকে হেয়প্রতিপন্ন করারই শামিল। তিনি বলেছেন, ‘বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করতে আগ্রহী হন না।’ কিন্তু তিনি কি দয়া করে সুনির্দিষ্টভাবে বলবেন, কোন বরেণ্য শিক্ষাবিদকে উপাচার্য হওয়ার অনুরোধ জানানোর পরও এ বিষয়ে তিনি তাঁর অপারগতা প্রকাশ করেছেন? এটি জানতে পারলে সাধারণ মানুষের কাছে পুরো বিষয়টিই আরও স্পষ্ট হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us