শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার জ্বালানি ডিপোতে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এমনটাই দাবি করল ক্রেমলিন। এই হামলা শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে মস্কোর তরফে। তবে হামলার দাবি স্বীকার বা অস্বীকার কিছুই করেননি ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা।
রাশিয়ার বেলগরদ তেল-ডিপো দাউদাউ করে জ্বলতে থাকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে শুক্রবার। অল্প উচ্চতা থেকে ওই ডিপোতে ইউক্রেন বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদি ত্রেমলিনে এই দাবি সত্যি হয়, তা হলে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সেনা অভিযান শুরু করার পর এই প্রথম ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ উঠল।