বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন সাইট স্ক্রিন ও আলোকস্বল্পতার ঝামেলার মাঝেও খেলা ৭৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। আজ নিজেদের শুধরে নিয়ে প্রথম সেশনের ২৮.১ ওভারে তুলে নিয়েছে আরও ৪ উইকেট। যার সুবাদে এখন অল্পেই স্বাগতিকদের অলআউট করার আশা দেখছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩১৪ রান। আজকের প্রথম সেশনে ২৮.১ ওভারে ৮১ রান করতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। বাকি দুই উইকেটের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
ডারবানের কিংসমিডে আগেরদিন ৭৬.৫ ওভারে করা ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ৮০ ওভার যেতেই দ্বিতীয় নতুন নেয় বাংলাদেশ। আর নতুন বল পেয়েই আগুন ঝরান ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। ইনিংসের ৮৩তম ওভারের দ্বিতীয় বলে কাইল ভেরেনকে পরাস্ত করেন টাইগার পেসার।