বেন ম্যাকডারমটের সেঞ্চুরি ও ওপেনার ট্রাভিস হেডের মারকুটে ব্যাটিংয়ে ভর করে বিশাল সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই স্কোরটাও জয়ের জন্য যথেষ্ট হল না। ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা টানল পাকিস্তান।
গত বৃহস্পতিবার লাহোরে হওয়া দিবারাত্রির ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩৪৮ রান করে। জবাবে স্বাগতিকরা এক ওভার হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে ৩৪৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়।