মোস্তাফিজুর রহমানের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে এবারের আইপিএল শুরু করেছে তাঁর নতুন দল দিল্লি ক্যাপিটালস। দিল্লি তাদের পরের ম্যাচটি খেলবে গুজরাট টাইটানসের বিপক্ষে। আগামী পরশুর এ ম্যাচের আগে গুজরাটকে যেন একটা হুমকিই দিয়ে রাখল দিল্লি। তাদের সেই হুমকি মোস্তাফিজকে ঘিরে। দিল্লি ক্যাপিটালস তাদের টুইটারে একটি টুইট করেছে এ রকম—সাবধান! বাঘ চলে এসেছে!
মোস্তাফিজ বাংলাদেশি বলেই হয়তো টুইটটি তারা করেছে বাংলা ভাষায়। সঙ্গে মোস্তাফিজের একটি ছবিও পোস্ট করেছে তারা। এর আগে মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় দলটির সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার বাংলা ভাষা শিখছেন বলে জানিয়েছিলেন। সেদিক দিয়ে বলা যায় মোস্তাফিজ আইপিএলে শুধু ক্রিকেটের ফেরিই করছেন না, ছড়িয়ে দিচ্ছেন বাংলা ভাষাও!