মুহিনের সুর-সংগীতে আব্দুল হাদীর কণ্ঠে ‘অমর গান’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১২:০৬

বাংলা সংগীতের কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ২০০০ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন এই বরেণ্য কণ্ঠশিল্পী।


তার গাওয়া অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কয়েকটি হলো- ‘এমনও তো প্রেম হয়’, ‘কেউ কোনোদিন আমারে তো কথা দিল না’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, পৃথিবীর পান্থশালায়’, ‘চলে যায় যদি কেউ’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আছেন আমার মোক্তার’, ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’ ইত্যাদি।


অনেকদিন ধরেই অনিয়মিত তিনি গানের আঙিনায়। তবে সুখবর হলো আসছে রোজার ঈদে গান নিয়ে ফিরছেন তিনি।


তার জন্য এই গানের আয়োজন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান। মুহিনের কাছে বিশেষ শ্রদ্ধার মানুষ সৈয়দ আব্দুল হাদী। তার গায়কী, ব্যক্তিত্ব মুগ্ধ করে মুহিনকে। প্রিয় শিল্পীর জন্য গান তৈরি করতে পেরে তিনি আনন্দিত।


মুহিন জানালেন, তার সুর ও সংগীতে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া গানের শিরোনাম ‘অমর গান’। এ গানের কথা লিখেছেন জামাল হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us