ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম চলতি সপ্তাহে একাধিক আপডেট প্রকাশ করেছে। এসব আপডেটের একটি টুইচের ভিডিও সহজ করা। ভিডিও লাইভ স্ট্রিমিং সার্ভিস টুইচে নতুন ইন-অ্যাপ ইন্টেগ্রেশনের মাধ্যমে মিটিং পরিচালনা আরও সহজ করা হয়েছে। এ প্রসঙ্গে জুম জানিয়েছে, গ্রাহকদের তাদের কমিউনিটির মধ্যে কনটেন্ট শেয়ারিং প্রক্রিয়াকে হালনাগাদ করা এবং তাদের পরিধি আরও বৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।
টুইচের নতুন সুবিধাটি পাওয়ার জন্য জুমের ইভেন্ট কন্ট্রোল চালু করে ‘লাইভ অন টুইচে’ ক্লিক করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে লগইন করতে হবে অথবা প্রবেশাধিকার দিতে হবে। এরপর একটি স্ট্রিম টাইটেল দেওয়ার পর ‘গো লাইভে’ ক্লিক করতে হবে। এরপর একটি জুম নোটিফিকেশন আপনার সেশনটি নিশ্চিত করবে। জুম বলেছে, ‘অ্যাকাউন্টের মালিক এবং এডমিনরা এভাবে তাদের হোস্টদের টুইচে সরাসরি মিটিং পরিচালনার অনুমোদিত দেয়।’