পরিবেশের উন্নয়নের জন্য ‘পরিবেশ উন্নয়ন তহববিল’ চালু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিকস’। টেল প্লাস্টিকসের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে সর্বনিম্ন দুই টাকা করে জমা দেওয়া হবে এ তহবিলে। পরবর্তীতে এ তহবিলের অর্থ খরচ করা হবে পরিবেশের উন্নয়নে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ তহবিলের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নাহার বলেন, বর্তমান সরকার পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সরকার যেসব উদ্যোগ গ্রহণ করে, তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে। আর সাধারণ মানুষ শুধু ভোগ করে।