দুদকের শরীফকাণ্ডে সংসদীয় তদন্ত চান মেনন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ২০:৫০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরিচ্যুতিকে কেন্দ্র করে সংস্থাটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের আড়াল করতেই শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেন তিনি।


সোমবার (২৯ মার্চ) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন মেনন।


মেনন বলেন, দুর্নীতি দমন ও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন অধিদফতরকে সাংবিধানিক মর্যাদা দিয়ে কমিশনে উন্নীত করা হয়েছে। সেই দুদক যখন দুর্নীতিকে আড়াল করে, তখন আমাদের উৎকণ্ঠা হয়।


তিনি আরও বলেন, ‘দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। অথচ ৫৪ ধারাটি নিয়ে হাইকোর্টে রায়ে বলা হয়েছে এটি সংবিধানবিরোধী। যে বিষয় বিচারাধীন, সেই বিষয়টিকে পাশ কাটিয়ে বরখাস্ত করা হলো। দুদকের কর্মকর্তারা সারাদেশে মানববন্ধন ও অ্যাসোসিয়েশনও করলো। এতে দুদকের ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ন হলো। দুদক বিষয়টি নিয়ে গা করলো না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us