ইলিয়াস কাঞ্চনসহ ১১ জনকে আইনি নোটিশ

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ২০:২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও এর রেশ এখনো রয়েই গেছে। সমিতিটির সাধারণ সম্পাদকের পদ নিয়ে এখনো চলছে মামলা। যা কিনা আগামী ৪ এপ্রিল শেষ হওয়ার কথা হয়েছে। আর এই সময়ের আগে জায়েদ খান ও নিপুণ কেউই সেই চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারবে না বলে আদালত স্পষ্ট বলে দিয়েছেন।


আদালত নির্দেশ দিলেও তা মানছেন না নিপুণ আক্তার। অমিমাংসিত বিষয়টি নিয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শনিবার (২৬ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিং সম্পন্ন করেছেন। সে মিটিংকে অবৈধ উল্লেখ করে তাতে উপস্থিত ইলিয়াস কাঞ্চনসহ ১১ জনকে উকিল নোটিশ পাঠিয়েছেন জায়েদ খান।


সোমবার (২৮ মার্চ) ইলিয়াস কাঞ্চন ও নিপুণদের এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। জায়েদের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী তানভীর হোসেন খান।


নোটিশপ্রাপ্তরা হলেন, সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, অমিত হাসান ও নাদের খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us