স্কুল থেকে ফিরল টুকুন। উফ গরমে ঘেমে-নেয়ে একাকার। এত গরমে কি আর ভালো থাকা যায়? স্নান সেরে খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিল সে।
বিকেলে উঠে স্কুল থেকে দেওয়া সব বাড়ির কাজ শেষ করে ক্র্যাফটের জিনিসপত্রে ঠাসা ঝুড়িটা নিয়ে বসল টুকুন। কী বানাবে সে? মা এসে জানালা খুলে দিলেন। ওমা, কী সুন্দর হাওয়া বইছে এখন, জানালার পর্দা উড়ছে সে হাওয়ায়। টুকুন মেঘ বানাবে বলে ঠিক করল। তোমরা কি জানতে চাও, সে কীভাবে মেঘ বানাল? চলো চুপি চুপি দেখে নিই।