You have reached your daily news limit

Please log in to continue


পা সবসময় ঠাণ্ডা থাকার কারণ ও করণীয়

যে কোনো মৌসুমে পায়ের পাতা ঠাণ্ডা অনুভূত হওয়ার কারণ সুবিধার নাও হতে পারে।

পায়ে ঠাণ্ডা লাগা কখনই সুখকর অভিজ্ঞতা নয়। শীতকালে তো বটেই, এমনকি গরমের দিনেও শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের পায়ে ঠাণ্ডা অনুভব করা সম্ভব। আর সেমসয় মোটা উলের মোজা পরেও যদি পায়ে ঠাণ্ডা লাগে সমস্যা হয়ত গুরুতর।

আপনার শরীরই ঠাণ্ডা

যদি সব ঋতুতেই শীত অনুভব করেন তবে আপনাকে বলা যেতে ‘শীতল রক্তবাহী’ আর এমনটা সত্যিই হতে পারে।

নিউ ইয়র্কের জুনো মেডিকেল’য়ের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরতি আগারওয়াল  বলেন, “কিছু মানুষ স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় বেশি ঠাণ্ডা অনুভব করেন। কালেভদ্রে সেটা কোনো রোগের উপসর্গ হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এর কারণটা হল শরীরে পেশির ঘনত্ব কম থাকা।”

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন