চতুর্থ দিনেই জয়ের ক্ষণ গুনছে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৩:১২

গ্রানাডা টেস্টের বাকি আরও দুদিন। তৃতীয় দিনে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে হারিয়েছে ৮ উইকেট। এপর্যন্ত ১০ রানের লিড নেয়া দলটির হাতে বাকি ২ উইকেট। চতুর্থ দিনেই সফরকারীদের হারানোর ক্ষণ গুনছে ক্রেগ ব্র্যাথওয়েটের দল।


ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের তোপের মুখে জসুয়া ডি সিলভার ক্যারিয়ারের প্রথম শতকে ৯৭ রানের লিড নেয় ক্যারিবিয়ানরা। পরে বল হাতে সফরকারীদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন কাইল মেয়ার্স। তৃতীয় দিন শেষে তাই নাকে জয়ের গন্ধ।


১৩ ওভারে ৯ রানে ৫ উইকেট নেয়া মেয়ার্স দিনশেষে বলেছেন, ‘দল সবসময় এই জয়টি চেয়েছিল, তাই সতীর্থরা সিদ্ধান্ত নিয়েছিল— আমরা এই ইনিংসে সবকিছু দিবো এবং সেটি কার্যকর হয়েছে।’


প্রথম ইনিংসের মতো সাকিব মাহমুদ, জ্যাক লিচরা দ্বিতীয় ইনিংসে বড় জুটি না আনতে পারলে নিশ্চিত পরাজয়ের মুখে জো রুটের দল। চতুর্থ দিনে হার এড়ানোর লক্ষ্যে ক্রিস ওকস ব্যাট করবেন ৯ রানে, তাকে সঙ্গ দেবেন ১০ বলে ১ রান করা জ্যাক লিচ। সফরকারীদের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ড্রেসিংরুমে আছেন সাকিব মাহমুদ।


তিন টেস্টের সফরে ব্রিজটাউন টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। পরে নর্থ সাউন্ড টেস্টেও ড্র মেলে। শেষ তথা তৃতীয় টেস্ট অঘোষিত সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে। সিরিজে এখনও ০-০ ব্যবধানে আছে দুদল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us