জ্বালানি নয়, মাধ্যাকর্ষণ শক্তিতে চলবে যে ট্রেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ১২:২৫

জ্বালানি ছাড়াই চলবে ট্রেন। যার কারণে হবে পরিবেশের কোনো দূষণ হবে না। শুনতে হয়ত অবাক লাগছে। তবে বিজ্ঞানের যুগে এও সম্ভব। মাধ্যাকর্ষণ শক্তি চার্জ করবে ব্যাটারি। ২০৩০ সালের মধ্যেই ছুটবে এই ‘ইনফিনিটি ট্রেন’।


অস্ট্রেলিয়ার জ্বালানি খনি কোম্পানি ফোরটেসকিউ মেটাল গ্রুপ-এফএমজি ও যুক্তরাজ্যের ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উইলিয়ামস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং-ডব্লিউএই যৌথভাবে এ ট্রেন তৈরির ঘোষণা করেছে।


প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকুর সিইও এলিজাবেথ জেইনস সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, ইনিফিনিটি ট্রেন হবে বিশ্বের সেরা ট্রেন। সবচেয়ে শক্তিশালী। কারণ এ ট্রেন চলতে তেল, কয়লার মতো জ্বালানি প্রয়োজন নেই। বিদ্যুৎ লাগলেও তা চিরাচরিত শক্তি থেকে নেওয়া নয়। তার বদলে ট্রেন ছুটলেই ব্যাটারিতে চার্জ হয়ে যাবে। ২০৩০ সালের মধ্যেই এমন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে। নাম দেওয়া হয়েছে ‘ইনিফিনিটি ট্রেন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us