লেজের লড়াইয়ে ক্যারিবিয়ানদের লিড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ১১:১৪

দুই দলের ইনিংস অনুসরণ করল যেন একই পথ। ওয়েস্ট ইন্ডিজকে যে যন্ত্রণা দিয়েছিল ইংল্যান্ড, সেই একই পীড়ায় পুড়ল ইংলিশরাও। লোয়ার অর্ডারদের অসাধারণ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ আদায় করে নিল মহামূল্য লিড।


গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ২৩২। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে তারা ২৮ রানে।


আগের দিন শেষ জুটিতে ইংল্যান্ড তুলেছিল ৯০ রান। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের রানও এক পর্যায়ে ছিল ৭ উইকেটে ১২৮। ইংলিশরা তখন ছিল লিডের আশায়। কিন্তু লেজের ব্যাটসম্যানদের নিয়ে জশুয়া দা সিলভার চোয়ালবদ্ধ লড়াইয়ে ক্যারিবিয়ানরা কাটিয়ে ওঠে বিপর্যয়। কিপার-ব্যাটসম্যান জশুয়া অপরাজিত ১৫২ বলে ৫৪ রানে।


ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয়েছিল ভালো। সকালে উইকেটে ছিল আর্দ্রতা। তবে শুরুর চ্যালেঞ্জ সামলে ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল দলকে ৫০ রানের জুটি এনে দেন ১৭ ওভার খেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us